শনিবার | ১৫ মার্চ, ২০২৫ | ১ চৈত্র, ১৪৩১

ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা বিষয়ক সেমিনার

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ‘ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন’ শীর্ষক প্রশিক্ষণ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ ২০২৫) উপজেলা বিআরডিবি হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লালপুর উপজেলা সমাজসেবা অফিসার মো. নাজমুল খাঁ।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেহেদী হাসান, নাটোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, সহকারী পরিচালক মো. শাহাদাৎ হোসেন, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হক, সাংবাদিক মো. সালাহ্ উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ক্ষুদ্রঋণ গ্রাম কমিটির সভাপতি।
অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ৩০ জন অংশগ্রহণ করেন, যেখানে ক্ষুদ্রঋণ কার্যক্রমের কার্যকারিতা, বাস্তবায়ন কৌশল ও এর মাধ্যমে উপকারভোগীদের জীবনমান উন্নয়নের বিষয়ে আলোচনা হয়।
বক্তারা ক্ষুদ্রঋণের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.