বিএনপির আইনী ও স্বাস্থ্য সহায়তা সেলের প্রতিনিধি হলেন রিজভী ও সোহেল
নাটোর প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নারী ও শিশুদের স্বাস্থ্য সহযোগিতা সেলের নাটোর জেলার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন লালপুরের দুই কৃতী ডা. আহমেদ রিজভী ও ডা. মো. সোহেল রানা।
শুক্রবার (১৪ মার্চ ২০২৫) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী লিখিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।
ব্রিফিংয়ে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দেশব্যাপী (৮৪টি সাংগঠনিক রাজনৈতিক জেলা) নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোর তথ্য সংগ্রহ এবং ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনী এবং স্বাস্থ্য সহায়তা সেল’ গঠন করা হয়েছে। এই সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী হিসেবে রয়েছেন, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
শনিবার (১৫ মার্চ ২০২৫) অনুভূতি ব্যক্ত করে ডা. আহমেদ রিজভী ও ডা. মো. সোহেল রানা বলেন, শুক্রবার (১৪ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নারী ও শিশুদের স্বাস্থ্য সহযোগিতা সেলের নাটোর জেলার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়ে আনন্দিত। সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর প্রতি কৃতজ্ঞ। নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোর তথ্য সংগ্রহ এবং নিপীড়িত নারী ও শিশুদের আইনী এবং স্বাস্থ্য সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট থাকার আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
মো. আহমেদ রিজভী :
নাটোরের লালপুরের ডেবরপড়া গ্রামে ১৯৯০ সালের ২৩ ডিসেম্বর জন্মগ্রহণ করেন মো. আহমেদ রিজভী। পিতা মো. নূরুল ইসলাম ও মাতা মোছা. নুরুন্নাহার। স্ত্রী ডা. শেখ তপতী তাহসিন, মেডিকেল অফিসার, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত।
তিনি লালপুর মডেল প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি, লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ থেকে এইচএসসি, রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
তিনি সহকারী সার্জন ও মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) হিসেবে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সহকারি রেজিস্টার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। বর্তমান সহকারি রেজিস্টার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করছেন।
মো. সোহেল রানা :
নাটোরের লালপুরের চামটিয়া গ্রামে ১৯৯১ সালের ১৫ মে জন্মগ্রহণ করেন ডা. মো. সোহেল রানা। পিতা মো. আব্দুল মজিদ ও মাতা মোছা. রহিমা খাতুন। স্ত্রী মোছা. উম্মে হাবিবা হিরা। তাঁদের সন্তান উম্মে সুনাইরাহ সোহেল।
তিনি চামটিয়া-ভাটাপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি, গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এসএসসি ও এইচএসসি, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে ২০১৭ সালে ২০তম ব্যাচে ব্যাচেলর অব মেডিসিন (এমবিবিএস) ডিগ্রি অর্জন করেন। তিনি জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট (ন্যাশনাল ইন্সটিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজেস-এনআইসিভিডি) থেকে কার্ডিওলজি বিষয়ে ডক্টর অব মেডিসিন (এমডি) এবং বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান এন্ড সার্জনস থেকে কার্ডিওলজি বিষয়ে ফেলো অব ফিজিসিয়ান এন্ড সার্জন (এসসিপিএস) পার্ট (২)-এ অধ্যায়নরত।
তিনি মেডিকেল অফিসার হিসেবে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিন বিভাগে (২০১৯-২০২২) কর্মরত ছিলেন। ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি সহকারী সার্জন ও মেডিকেল অফিসার হিসেবে নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। ২০২৫ সালের মার্চ মাসে ঢাকা শের-ই-বাংলা নগর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে এমডি ফেজ-এ রেসিডেন্ট (কার্ডিওলজি) হিসেবে যোগদান করে কর্মরত আছেন।