শুক্রবার | ৪ এপ্রিল, ২০২৫ | ২১ চৈত্র, ১৪৩১

ফেনসিডিলসহ আটক ২

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (২১ মার্চ ২০২৫) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন, উপজেলার শিবনগর গ্রামের মৃত আজের মোল্লার ছেলে মো. বুদু মোল্লা (৪৮) ও রাজশাহীর বাঘা উপজেলার চকনাজিরপুর গ্রামের মো. আব্দুস সালামের ছেলে মো. শাহীনুর আলম (৩১)।
লালপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. আল মাসুমের নেতৃত্বে বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫) সন্ধ্যায় উপজেলার তিলোকপুর গ্রামের ফাঁকা রাস্তায় সন্দেহভাজন শাহিনুর আলম ও বুদু মোল্লার সঙ্গে থাকা একটি প্লাস্টিক ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় আমদানি নিষিদ্ধ ১০টি ফেনসিডিলের বোতল পাওয়া গেলে তাদেরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, লোকচক্ষুর আড়ালে দীর্ঘদিন ধরে লালপুরের বিভিন্ন জায়গায় ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল বিক্রি করে আসাছেন বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) মো. মোমিনুজ্জামান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী থানায় মামলা রুজু করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.