শুক্রবার | ৪ এপ্রিল, ২০২৫ | ২১ চৈত্র, ১৪৩১

গাজায় হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

নাটোর প্রতিনিধি :
গজায় ইজরায়েলী হামলার প্রতিবাদে নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তৌহিদী জনতা।
শুক্রবার (২১ মার্চ ২০২৫) বাদ জুম্মা উপজেলার লালপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভকারীরা ত্রিমোহিনী চত্বরে এসে সমবেত হয়।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাটোর জেলা যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল বাকী, মাওলানা মো. সাজ্জাদুর রহমান, মাওলানা মো. ইউসুফ আলী, হাফেজ মো. আশরাফ আলী প্রমুখ। সমাবেশ শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মারুফ বিল্লাহ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.