নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় শিশু মেয়েসহ বাবা নিহত এবং মা ও চালক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫) সকাল পৌনে ১০ টার দিকে ঈশ্বরদী-বনপাড়া সড়কের উপজেলার কদিমচিলান ইউনিয়নের গোধড়া গ্রামের জাহিদ অটো রাইস মিলের ২০০ গজ উত্তরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বগুড়া সদরের কইতলা (কৈপাড়া) এলাকার আবুল কশেম মন্ডলের ছেলে শাহরিয়ার হোসেন শাকিল (৩৫) ও তাঁর ২ বছরের শিশুকন্যা সুমাইরা আক্তার। গুরুতর আহত হয়েছেন, কন্যাশিশুর মা আয়শা আক্তার রুনী (২৬) ও প্রাইভেটকার চালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ঈশ্বরদী-বনপাড়া সড়কের উপজেলার কদিমচিলান ইউনিয়নের গোধড়া গ্রামস্থ জাহিদ অটো রাইস মিলের ২০০ গজ উত্তরে ঈশ্বরদী হতে বনপাড়াগামী দ্রুতগতির প্রাইভেটকার (রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো-গ ১৪-৩২৬৬) নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ে রাস্তার পাশের একটি বাবলা গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে চুমড়ে যায়। পরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষ রক্তাক্ত জখম অবস্থায় প্রাইভেটকারে থাকা চালকসহ চারজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য যায়। কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে মো. শাহরিয়ার হোসেন শাকিল ও শিশুকন্যা সুমাইরা আক্তারকে মৃত ঘোষণা করেন। নিহত শাহারিয়ার শাকিলের স্ত্রী আহত আয়শা আক্তার রুনী পাটোয়ারী হাসপাতালে ভর্তি রয়েছেন। চালককে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রুনীর বড় ভাই ইউসুফ হাবিব শাহিন বলেন, আমার বোন জামাই শাহরিয়ার শাকিল সকালে পরিবারসহ কর্মস্থল যশোর থেকে বগুড়ার বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে তারা সড়ক দুর্ঘটনার শিকার হন।
বনপাড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. ইসমাইল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত শাহরিয়ার শাকিল যশোরের কর্মস্থল থেকে পরিবার নিয়ে ঈদের ছুটিতে বগুড়া নিজ বাড়িতে ফিরছিলেন। পরিবারকে খবর দেওয়া হয়েছে। নিহতদের লাশ ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।