শনিবার | ১৯ এপ্রিল, ২০২৫ | ৬ বৈশাখ, ১৪৩২

বাবুর গান নিয়ে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা

নাটোর প্রতিনিধি :
জামালপুর তথা বাংলাদেশের কৃতী গীতিকার নজরুল ইসলাম বাবুর গান নিয়ে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা করেছে বাংলাদেশ হেরিটেজ স্টাডি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।
শুক্রবার (১১ এপ্রিল ২০২৫) সন্ধ্যায় শহরের দেওয়ানপাড়ায় ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনে কবি আলী জহিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন, সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুরের সভাপতি শামিমা খান, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আডভোকেট ইউসুফ আলী, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্বাধীন, গীতিকার নজরুল ইসলাম বাবুর বোন জামাতা কামরুল আলম খানসহ অন্যান্যরা।


এই সময় বক্তারা গীতিকার নজরুল ইসলাম বাবুর জীবনী ও দেশীর সংগীতের প্রতি অবদান তুলে ধরেন। তাঁরা বলেন, বাংলাদেশের যদি বিখ্যাত একশ গানের তালিকা করা হয় তাহলে নজরুল ইসলাম বাবুর দশটি গান স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে।
পরে নজরুল ইসলাম বাবুর দেশাত্নবোধক ও আধুনিক বিখ্যাত কিছু গান পরিবেশন করেন জামালপুরের জনপ্রিয় সংগীত শিল্পী, এলিন, মুক্তা, আকরাম, স্বাধীন ও মনি। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তি ও সংগঠনের প্রতিনিধিরা সংগীত সন্ধ্যা উপভোগ করেন। এ সময় গীতিকার নজরুল ইসলাম বাবু রচিত গানগুলো জেলা পর্যায় ও জাতীয়ভাবে প্রচারের প্রতি গুরুত্বারোপ করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.