নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে রোগী বহনকারী বেপরোয়া অ্যাম্বুলেন্সের ধাক্কায় তিনজন আহত হয়েছেন। এ সময় ওই অ্যাম্বুলেসে থাকা শিমুল আলী (৫৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।
সোমবার (২১ এপ্রিল ২০২৫) রাত ৮টার দিকে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের লালপুর ত্রিমোহনী ও নুরুল্লাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিমুল আলী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মৃত ফয়জুর ছেলে। আহতরা হলেন, লালপুরের ঈশ্বরদী ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের মুসার ছেলে ফজলু, তার মেয়ে ফাতেমা, সাইফুলের ছেলে শিপন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে সড়ক দুর্ঘটনায় আহত রোগী শিমুল আলীকে অ্যাম্বুলেন্সে করে রাজশাহী নেওয়ার পথে লালপুরের নুরুল্লাপুর এলাকার শিপন নামে এক পথচারীকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। পরে লালপুর ত্রিমোহনী মোড়ে পুনরায় আরেক যাত্রীবাহী ভ্যানকে ধাক্কায় দেয়। এতে ফজলু ও তার মেয়ে ফাতেমা গুরুতর আহত হন। পরে অ্যাম্বুলেন্স ফেলে চালক পালিয়ে যায়। পরে রোগীসহ আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রোগী শিমুল আলীকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মমিনুজ্জামান বলেন, সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় সড়ক আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।