নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার সৌন্দর্য রক্ষায় ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫) সকাল সাড়ে ১০ টা থেকে উপজেলা পরিষদ চত্বরসহ পৌরসভাজুড়ে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও গোপালপুর পৌর প্রশাসক মো. মেহেদী হাসান।
সরেজমিনে দেখা গেছে, পৌরসভার বিভিন্ন এলাকায় এই পরিছন্নতা কার্যক্রম চলছে। কর্মকর্তাদের দিকনির্দেশনায় হলুদ ও সবুজ পোশাকে সড়কের দুইপাশ থেকে ব্যানার, ফেস্টুন, পোস্টার অপসারণের কাজ করছেন শ্রমিক ও কর্মচারীরা।
পৌরসভার জিল্লুর রহমান, রতন আলী, মাহফুজুর রহমানসহ অনেকে বলেন, ব্যানার- ফেস্টুনে পৌরসভার সৌন্দর্য নষ্ট হচ্ছিলো। যা অপসারণ করা হচ্ছে। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তারা আগামীতে যেন পৌরসভার সৌন্দর্য রক্ষার্থে পৌরবাসীকে সচেতন হওয়ার প্রতি গুরুত্ব দেন।
এবিষয়ে পৌর প্রশাসক মো. মেহেদী হাসান বলেন, শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি। বিভিন্ন ধরণের ব্যানার ফেস্টুন, বিলবোর্ড অপসারণ করে করা হচ্ছে। পরবর্তীতে আবার পোস্টার-ব্যানার লাগালে জরিমানা করা হবে। এ অভিযান পর্যায়ক্রমে আরও জোরদার করা হবে।