রবিবার | ৪ মে, ২০২৫ | ২১ বৈশাখ, ১৪৩২

ঈশ্বরদীতে মহান মে দিবস পালিত

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ

যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরদীতে বিভিন্ন পেশাজীবি সংগঠনের আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) স্থানীয় শ্রমিক সংগঠনগুলো দিবসটি পালন করে। দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে সকালে রেলগেটস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।

শোভাযাত্রাটি শহরের আলহাজ্ব মোড় থেকে শুরু হয়। সেখান থেকে ঈশ্বরদী-পাবনা সড়ক হয়ে রেলগেট ট্রাফিক মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।শোভাযাত্রায় শ্রমিক দল ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখা, রেলওয়ে শ্রমিক দল, রাজমিস্ত্রি ও রডমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, নেসকো শ্রমিক দল, রিকশাচালক, সিএনজিচালিত অটোরিকশাচালক সমিতিসহ বিভিন্ন শ্রমিক সংগঠন অংশ নেয়।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্ত্রীয় নেতা আহসান হাবিব, বিএনপি নেতা মাহাবুবুর রহমান পলাশ, যুবদল নেতা ও ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির দুলাল, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, আবু সাঈদ লিটন, সাবেক সাংগাঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, শ্রমিক দল নেতা ভাষা প্রামানিক, রেলওয়ে শ্রমিকদলের সভাপতি মাসুদ রানা নয়ন ও সাধারণ সম্পাদক ছবি মন্ডল প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.