শুক্রবার | ৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২

সাংবাদিক পিপলুর সহায়তায় এগিয়ে আসার আহ্বান

নাটোর প্রতিনিধি :
নাটোরের সিংড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক সমকাল ও একুশে টেলিভিশনের নাটোর প্রতিনিধি এবং নাটোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল জাগোনাটোর ২৪ ডটকমের প্রকাশক বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু।
এইতো ক’দিন আগেও যিনি ক্যামেরা হাতে নাটোরের পথে-প্রান্তরে ছুঁটে বেড়িয়েছেন সংবাদের খোঁজে, অথচ আজ দুরারোগ্য Acute Myeloid Leukemia (AML)/বোন ম্যারু রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। তাঁর চিকিৎসার জন্য এখন বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন। নিজের সর্বস্ব দিয়ে এতোদিন চিকিৎসা করলেও এখন নিরুপায় হয়ে সকলের কাছে আর্থিক সহায়তা ও দোয়া প্রার্থনা করেছেন তিনি। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক এমবিবিএস, এমসিপিএস ও এফসিপিএস (হেমাটোলজী) বিভাগীয় প্রধান রক্তরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. এম মুর্শেদ জামান মিঞার অধীনে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর পাশে দাঁড়ানোর জন্য যোগাযোগ করুন: সোনালী ব্যাংক, নাটোর শাখা, হিসাব নম্বর-৪৯০৯৮৩৪০৫০৪৬৭, ব্যাংকটির রাউটিং নম্বর- ২০০৬৯১০৯৩, বিকাশ-০১৭১১৯৫৫৬৯৮। সকলকে যার যার সাধ্যমতো এগিয়ে আসার অনুরোধ করছি।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.