শুক্রবার | ১৬ মে, ২০২৫ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩২

স্কুলে টিফিনে ছাত্রদের কাছে গাঁজা বিক্রির সময় যুবক আটক

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে স্কুল চলাকালীন সময়ে টিফিনের বিরতিতে শিক্ষার্থীদের কাছে গাঁজা বিক্রি করতে এসে আল আমিন হোসেন (২৫) নামে এক গাঁজা ব্যবসায়ী হাতেনাতে ধরা পড়েছেন।
বুধবার (১৪ মে ২০২৫) উপজেলার ওয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আটককৃত মাদক ব্যবসায়ী যুবক উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ধুপইল চকপাড়া গ্রামের জমশেদ আলীর ছেলে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস সাত্তার জানান, মাদক ব্যবসায়ী আল আমিন হোসেন (২৫) দীর্ঘদিন ধরে স্কুলের শিক্ষার্থীদের নিকট গাঁজা বিক্রি করে আসছেন। একইভাবে ওই যুবক বুধবার কোন এক শিক্ষার্থীর নিকট গাঁজা বিক্রি উদ্দেশ্যে স্কুলে এসেছেন এমন খবর পেয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে গাঁজা ও গাঁজা সেবনের উপকরণ পাওয়া যায়। স্কুলের কোন এক শিক্ষার্থী তার নিকট থেকে গাঁজা ক্রয়ের জন্য তাকে ডেকেছে বলে তিনি (আল আমিন) স্বীকারোক্তি দেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তিনি (প্রধান শিক্ষক) আরও বলেন, আল আমিন এর আগেও স্কুলে এসে মাদক বিক্রি করেছে বলে শুনেছেন। স্কুলে যাওয়া-আসার পথে ছাত্রীদের অশ্লীল ভাষায় উত্যক্ত করেন বলে শিক্ষার্থীদের নিকট থেকে আজ (বুধবার) অভিযোগ পেয়েছেন। বিষয়টি নিয়ে তিনি স্কুলের ব্যবস্থাপনা কমিটি ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নিবেন।
এ ব্যাপারে লালপুর থানার ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) সুমন চন্দ্র দাস বলেন, আটককৃত আল আমিন হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে নাটোর জেল হাজতে পাঠানো হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.