মঙ্গলবার | ১ জুলাই, ২০২৫ | ১৭ আষাঢ়, ১৪৩২

গোপালপুর পৌরসভায় উন্মুক্ত বাজেট ঘোষণা

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য প্রায় ৩৮ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৫ জুন ২০২৫) পৌরসভা মিলনায়তনে লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও গোপালপুর পৌরসভার প্রশাসক মো. মেহেদী হাসান এ বাজেট ঘোষণা করেন। ঘোষিত এ বাজেটে সর্বোচ্চ আয়ের উৎস হিসেবে ধরা হয়েছে উন্নয়ন খাতে ৩৪ কোটি ২১ লাখ ৪৪ হাজার ২১৬ টাকা। বাজেটে সম্ভাব্য মোট আয় ধরা হয়েছে ৩৮ কোটি ২ লাখ ৬২ হাজার ৮৯৪ টাকা ও ব্যয় ধরা হয়েছে ৩৭ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৮৭৬ টাকা। বাজেটে রাজস্ব উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩ লাখ ৩৯ হাজার ৮০২ টাকা।
বাজেট বিশ্লেষণে দেখা যায়, রাজস্ব খাতে প্রস্তাবিত আয় ধরা হয়েছে ৩ কোটি ৮১ লাখ ১৮ হাজার ৬৭৮ টাকা ও ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৭৭ লাখ ৭৮ হাজার ৬৭৮ টাকা। উন্নয়ন খাতে (প্রকল্প সহ) প্রস্তাবিত মোট আয় ধরা হয়েছে ৩৪ কোটি ২১ লাখ ৪৪ হাজার ২১৬ টাকা ও ব্যয় ধরা হয়েছে ৩৪ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা।
রাজস্ব খাতে সর্বোচ্চ আয় মধুবাড়ি গো-হাট ইজারা থেকে ৬০ লাখ টাকা ধরা হয়েছে। এ খাতে পানি সরবরাহ ব্যতীত অন্যান্য সকল কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ সর্বোচ্চ ৯০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
উন্নয়ন খাতে সিআরডিপি-৩, আরডিপিআইডিপ, জাইকা, রাস্তাঘাট নির্মাণ উন্নয়ন বাবদ অনুদান থেকে সর্বোচ্চ আয় ধরা হয়েছে ২০ কোটি টাকা ও একই খাতে সর্বোচ্চ ২০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।
উন্মুক্ত বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত সভায় পৌর প্রশাসক মো. মেহেদী হাসান বলেন, এ বাজেটে জনগণের স্বপ্ন বাস্তবায়নে রূপ দেওয়া এবং জনগণকে আরও বলিষ্ঠ সেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে আমরা কাজ করছি। আমরা আমাদের পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপ দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি।
পৌরসভার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নজরুল ইসলামের সঞ্চলনায় বাজেট ঘোষনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত), সমন্বয় কমিটির সদস্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুনজুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. সাজেদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল খাঁ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. নার্গিস সুলতানা, মো আব্দুস সবুর, মো. আমিনুজ্জামান, হিসাবরক্ষক শাহীন আলমসহ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.