মঙ্গলবার | ১ জুলাই, ২০২৫ | ১৭ আষাঢ়, ১৪৩২

ঈশ্বরদীর পাকশীতে বিএনপি নেতা হাবিব সমর্থকদের আনন্দ মিছিল ও পথসভা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
ঈশ্বরদীর পাকশী আমতলায় বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের আনন্দ র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাবিবুর রহমান হাবিব পাবনা-৪ আসনে নির্বাচন করার মৌখিক অনুমতি পাওয়ায় এই আনন্দ র‌্যালি বের করা হয় বলে পথসভায় বক্তারা জানিয়েছেন।

রবিবার (২৯ জুন) সকালে পাকশী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে এই আনন্দ র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন পাকশী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলম হোসেন। সঞ্চালনা করেন পাবনা জেলা ছাত্রদলের সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক রাজন আলী। আনন্দ মিছিলটির সার্বিক তত্ত¡বাবধানে ছিলেন ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল আজাদ অনল। আনন্দ মিছিলটি পাকশী আমতলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।

পথসভায় বক্তরা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর ও চাঁদাবাজদের পাকশী আমতলায় কোন স্থান হবে না। সেইসাথে ঈশ্বরদী ও আটঘরিয়ায় বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা, পাবনা জেলা বিএনপি,র আহবায়ক এবং নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের মহানায়ক হাবিবুর রহমান হাবিব পাবনা-৪ আসনে নির্বাচনী কাজ করার জন্য মৌখিক নির্দেশ পেয়েছেন। তাই আমরা বিএনপি’র সকলে মিলেমিশে, দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে একসাথে রাজনীতি করবো। এসময় বক্তরা ধানের শীষের প্রার্থিকে ভোট দেওয়ারও আহবান জানান। বক্তরা আরো বলেন, এখনও আওয়ামী লীগের প্রেতাত্মারা আমাদের দলের মধ্যে ভাঙ্গন ধরানোর চেষ্টা করছে, সেদিকে সকলকে সজাগ থাকারও আহবান জানানো হয়।

ঈশ্বরদী উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব অধ্যাপক আজমল হোসেন সুজন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, সাবেক যুবদল নেতা জাহিদুল ইসলাম পাতা, বিএনপি নেতা হাফিজুর রহমান ভোলা, পাকশী ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহিন হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পাকশী ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি রশিদ মেম্বার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহীন শেখ, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা রেজা, বিএনপি নেতা নুর ইসলাম, কালাম, তুলু, বাবলু, হান্নান, রানা মাস্টার, জিন্না, লাভলু, যুবদল নেতা শ্যামল, সুজনস প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.