নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) উপজেলা পরিষদ সভা কক্ষে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
‘সময়ের সাথে আগামীর পথে’ এই স্লোগানকে সামনে রেখে এনটিভি অনলাইনের নাটোর (বাগাতিপাড়া ও লালপুর) প্রতিনিধি সজিবুল হৃদয়ের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী জাহান, উপজেলা সমবায় কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা বন কর্মকর্তা এ বি এম আব্দুল্লাহ, দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, সাপ্তাহিক লালপুর বার্তার সম্পাদক আব্দুল মোত্তালেব রায়হান, জনকন্ঠ পত্রিকার প্রতিনিধি শাহ আলম সেলিম, কেশবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম লিটন, ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিমানুর রহমানসহ উপজেলার কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।