বুধবার | ৯ জুলাই, ২০২৫ | ২৫ আষাঢ়, ১৪৩২

জামায়াতের কর্মী সমাবেশ

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুলাই ২০২৫) বিকেলে উপজেলার কাদিমচিলান উচ্চ বিদ্যালয় মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা জামায়াতের আমীর ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।


কালিদমচিলান ইউনিয়নের আমীর মাওলানা রাহাবুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লালপুর উপজেলা জামায়াত সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, সহ- সেক্রেটারি হাফেজ মাওলানা আফজাল হোসেন ও মো. মহসিন আলম।
সমাবেশে বক্তারা মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের আহ্বান জানান। সেই সাথে ইসলামী আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.