নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরের গ্রীনভ্যালি ওল্ডেজ হোম এন্ড অরফানেজ এর কার্যক্রম ২০২৬ সালের ১ জানুয়ারি শুরু হতে যাচ্ছে।
শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বিষয়টি নিশ্চিত করে উদ্যোক্তারা জানান, এই কার্যক্রম শুরুর লক্ষ্যে নিবাসী (বৃদ্ধ পুরুষ ও এতিম বালক) ভর্তির জন্য শর্তসমূহ পূরণ সাপেক্ষে আগামী ২০/০৮/২০২৫ খ্রি. তারিখ থেকে আগ্রহী নিবাসীদের আবেদন আহ্বান করা হয়েছে। জন্মসূত্রে বাংলাদেশী যে কেউ আবেদন করতে পারবেন।
সার্বিক যোগাযোগ : ০১৭১২- ৯৩৮৪১৫, ০১৭১৬- ৫০৮০০১, ০১৭৯২- ৯০০৯৯৬, ০১৭১২- ৭৭১২৪৯। এ ছাড়াও www.gvoho.org ওয়েবসাইট এ সার্বিক তথ্য ও আবেদন ফরম পাওয়া যাবে।
গ্রীনভ্যালি ওল্ডেজ হোম এন্ড অরফানেজ
নাটোরের লালপুরে নির্মিত হয়েছে গ্রীনভ্যালি ওল্ডেজ হোম এন্ড অরফানেজ। সুন্দর নির্মল গ্রামীণ পরিবেশে সবুজের ভিতরে প্রতিষ্ঠিত গ্রীনভ্যালি ওল্ডেজ হোম এন্ড অরফানেজ। আপনি আপনার গুরুজন বয়স্ক পিতা-মাতার সেবা করতে দায়িত্বশীলতার জায়গা থেকে অপারগ হলে অথবা অসহায় বৃদ্ধ যারা আছেন যাদের দেখভাল করার কেউ নেই এবং এতিম অসহায় শিশু যারা আছে যাদের জীবনটা কঠিন হয়ে গেছে তাদের জীবনকে সহজ করার লক্ষ্যে গ্রীনভ্যালি ওল্ডেজ হোম এন্ড অরফানেজ-এর কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
অত্যন্ত মহৎ কাজে বিভিন্ন সামগ্রি ক্রয়ে আপনিও সহায়তা প্রদান করতে পারেন। ছোট বা বড় যে কোনো বিষয়ে সহায়তায় আল্লাহ তাআলা আপনার মনের নেক মকসুদ পূরণ করবেন ইনশাআল্লাহ।
উদ্যোক্তারা জানান, ২০২২ সালের ১ অক্টোবর ৩২তম আন্তর্জাতিক প্রবীন দিবসে ‘পরিবর্তিত বিশ্বে প্রবীনব্যক্তির সহনশীলতা’ প্রতিপাদ্য নিয়ে লালপুরে আন্তর্জাতিক মানের গ্রীনভ্যালি ওল্ডেজ হোম এন্ড অরফানেজ (বৃদ্ধাশ্রম ও এতিমখানা) আনুষ্ঠানিকভাবে নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তুর উদ্বোধন করেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আদম আলীর সহধর্মিনী রত্নগর্ভা আজমিরা খাতুন।
গ্রামের অনেক প্রবীণ ব্যক্তি শেষ বয়সে এসে অযত্ন-অবহেলায় দিন কাটান। তাঁদের সেবা দেওয়ার জন্য এই প্রতিষ্ঠান করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ১০০ শয্যার আন্তর্জাতিক মানের গ্রীন ভ্যালী ওল্ডএইজ হোম এন্ড অরফানেজ (বৃদ্ধাশ্রম ও এতিমখানা) প্রতিষ্ঠা করা হবে। যাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকা, খাওয়া, চিকিৎসা ও বিনোদনের ব্যবস্থা করা হবে। ভবনের নকশা করেন প্রকৌশলী মাহিন।