নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
নাটোরের বড়াইগ্রামে আট বিঘা পুকুরে বিষ দিয়ে ১৫ লক্ষ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে নুরুল ইসলাম (৪০) নামের এক ব্যাক্তির বিরুদ্ধে। গত বৃহস্পতিবার ভোর রাতের দিকে উপজেলার সদর ইউনিয়নের নিশ্চিন্তাপুর গ্রামে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতেই মাছের মালিক মাহাফুজ আলম (২৫) বাদি হয়ে বড়াইগ্রাম থানায় নুরুল ইসলামকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ করেছেন। নুরুল ইসলাম উপজেলার নিশ্চিন্তাপুর গ্রামে শের মাহমুদ ছেলে। মাছের মালিক নিশ্চিন্তাপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মাহাফুজুর রহমান।
মাহাফুজুর রহমান বলেন, নিশ্চিাপুর গ্রামের বাসিন্দা মজিবর রহমানের আট বিঘা পুকুর ইজারা (লিজ) নিয়ে চার বছর যাবত কার্প জাতীয় মাছ চাষ করে আসিতেছি। মাছ গুলো বিক্রির উপযোগী হয়েছে। বিক্রির প্রস্তুতি চলছিল। ১৫ থেকে ১৬ লক্ষ টাকার মাছ বিক্রি করা যেত। মজিবর রহমানের সাথে নুরুল ইসলামের জমি সংক্রান্ত বিরোধ আছে। সেই সুত্রে নুরুল ইসলামের আমাকে মাছ মেরে ফেলার হুমকি দিত। গত বৃহস্পতিবার ভোর রাতে পুকুর পাড় থেকে নুরুল ইসলামকে দ্রæত চলে যেতে লর্চ লাইটের আলোতে দেখতে পাই। পুকুরে বিষ প্রয়োগের ফলে কিছুক্ষন পরে রুই, কাতল, মূগেল, সিলভার কার্পসহ আরো কয়েক জাতের মাছ দ্রæত মারা যায়।
তিনি আরো বলেন, আমি অন্যর জমিতে শ্রমিকের কাজ করে পড়া-লোখার পাশাপাশি এই পুকুরটি চাষ করে ছিলাম। আমার সব শেষ করে দিল। আমার প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি এই ঘটনার বিচার চাই।
অভিযুক্ত নুরুল ইসলাম বলেন, এই বিষয়ে আমার কিছু জানা নাই। আমাকে মিথ্যা অভিযোগ দিয়ে ফাসানো হচ্ছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।