শুক্রবার | ১২ সেপ্টেম্বর, ২০২৫ | ২৮ ভাদ্র, ১৪৩২

অপহৃত ৩ বছরের শিশু উদ্ধার, অপহরণকারী যুবক গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে অভিযান চালিয়ে অপহৃত ৩ বছরের শিশু আইয়ানকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত আমিরুল হোসেন বাপ্পি (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ধুপইল গ্রাম থেকে শিশু আইয়ানকে উদ্ধার করা হয়। পরে শিশুটিকে লালপুর থানায় নিয়ে গিয়ে আইনি কার্যক্রম শেষে পরিবারের হাতে হস্তান্তর করা হয়।
শিশু আইয়ান গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী গ্রামের হাইয়ুল ইসলাম ও পাকিজা বেগম দম্পত্তির একমাত্র সন্তান।
অভিযুক্ত অপহরণকারী যুবক আমিরুল হোসেন বাপ্পি নাটোরের লালপুরের ওয়ালিয়া ইউনিয়নের ধুপইল গ্রামের আবুল হোসেনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) সকালে ১১টার দিকে আত্মীয় পরিচয়ে বেড়াতে এসে দোকান থেকে চিপস কিনে দেওয়ার কথা বলে আইয়ানকে অপহরণ করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আমিরুল হোসেন বাপ্পি নামের এক যুবক। এ ঘটনায় রাতেই শিশু রাইয়ানের মা পাকিজা বেগম বাদী হয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর শিশু আইয়ানকে উদ্ধারে রাতেই কোটালীপাড়া থানার এসআই সাদ্দাম হোসেন খানের নেতৃত্বে পুলিশের একটি টিম মাঠে নামে।
শিশু আইয়ানের মা পাকিজা বেগম বলেন, আমিরুল ইসলাম বাপ্পী তার স্বামীর খালাতে ভাইয়ের বন্ধু। কিছুদিন আগে তাদের বাড়িতে এসে ১ দিন থেকে চলে যান। গত মঙ্গলবার রাতে তিনি আবার তাদের বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চিপস, চকলেট কিনে দেওয়ার নাম করে আইয়ানকে অপহরণ করে নিয়ে যায়। সকাল ১১টার দিকে আমাকে ফোন দিয়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা দিলে ছেলেকে ফিরিয়ে দেবেন বলে জানান আমিরুল ইসলাম বাপ্পী। সেই সাথে বিষয়টি থানা পুলিশকে জানাতে নিষেধ করেন। পরে কোন উপায় না পেয়ে কোটালীপাড়া থানায় মামলা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে গোপালগঞ্জের কোটালীপাড়া ও নাটোরের লালপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার ধুপইল এলাকা থেকে অপহরণকারী আমিরুল হোসেন বাপ্পিকে গ্রেপ্তার করে এবং শিশু আইয়ানকে উদ্ধার করে পুলিশ। শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহনে কোটালীপাড়া থানায় নেওয়া হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.