সোমবার | ১৩ অক্টোবর, ২০২৫ | ২৮ আশ্বিন, ১৪৩২

আখ মাড়াইও চলবে, সুগার মিলও চলবে: তাইফুল ইসলাম টিপু

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক এডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেছেন, “আখ মাড়াইও চলবে, সুগার মিলও চলবে। শিল্পকে বাঁচাতে হবে, কৃষককেও বাঁচাতে হবে। পুর্জির অভাবে আখ শুকিয়ে যাবে— এটা কোনভাবেই মেনে নেওয়া হবে না।”
গতকাল শুক্রবার বিকেলে নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
টিপু বলেন, সমাজে চুরি, ডাকাতি ও সন্ত্রাস প্রতিরোধে স্থানীয়ভাবে আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে। তরুণ ও শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি রোধে কাউন্সেলিং ও সংশোধনাগার প্রক্রিয়া চালু করা হবে। যে সকল পয়েন্ট দিয়ে মাদক প্রবেশ করে, তা চিহ্নিত করে বন্ধ করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক জিহাদ ঘোষণা করতে হবে, কারণ এই মাদক আমাদের সমাজব্যবস্থাকে ধ্বংস করছে।
বিএনপি নেতা টিপু আরও বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মধ্য দিয়ে শিল্প বিপ্লব ঘটিয়ে দেশে বেকারত্ব দূর করা হবে। খালিশাডাঙ্গা নদীসহ এলাকার খাল-বিল খনন করে কৃষির উন্নয়নে কাজ করা হবে।
তিনি অভিযোগ করে বলেন, “আজ যখন দেশের মানুষ খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ, তখন পার্শ্ববর্তী দেশ ভারত ষড়যন্ত্র করছে দেশে গৃহযুদ্ধ লাগানোর জন্য। একসময় যারা মুখোমুখি ছিল, তাদের এক জায়গায় করার চেষ্টা চলছে। বিএনপি দেশের মানুষকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করবে।”
লালপুরের মানুষ দীর্ঘদিন ধরে অত্যাচার-নিপীড়নের শিকার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, চরের জমির বালু-মাটি জোরপূর্বক তোলা হয়েছে, ব্যবসা করতে দেওয়া হয়নি। আল্লাহ যদি সুযোগ দেন, জোর করে বালু উত্তোলন বন্ধ করবো। যার জমি, সে স্বাধীনভাবে বিক্রি করতে পারবে— সে ব্যবস্থা করবো।
তিনি আরও বলেন, রিকশা, ভ্যান, টেম্পু ও অটো শ্রমিকদের কাছ থেকে আর কোনো চাঁদা তোলা যাবে না। “এই চাঁদা তুলে রাজনৈতিক নেতারা পকেট ভরেন, আর শ্রমিকরা রক্তঘামানো টাকার কষ্টে বাঁচে। যারা পেটের দায়ে চাঁদা তুলে আমি সেই ছেলেদের জন্য চাকরির ব্যবস্থা করবো। তবুও চাঁদা তোলা হবে না।
তিনি বলেন, “আমরা শ্রমিকদের ঘামানো টাকায় রাজনীতি করতে আসিনি। যত বড় মাস্তান কিংবা প্রভাবশালী বাধা দিক— সব বাধা ভেঙে শ্রমিকদের মুক্ত জীবন নিশ্চিত করা হবে। কেউ কারও কাছে মাথা নত করবেন না।”
সভায় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম আহ্বায়ক নাজির উদ্দিন বাবু, ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল হক বিদ্যুৎসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সম্পাদনায়: রাশিদুল ইসলাম রাশেদ

সাব এডিটর, দৈনিক প্রাপ্তিপ্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.