সোমবার | ১৩ অক্টোবর, ২০২৫ | ২৮ আশ্বিন, ১৪৩২

লালপুরে “জিএসডিও” র বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

লালপুরে স্বেচ্ছাসেবী সংগঠন জেনাস স্যোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ( জিএসডিও) বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেছে। শুক্রবার ( ১০ অক্টোবর) রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন গ্রীন ভয়েস সংস্থার উপদেষ্টা ও লালপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মোতালেব রায়হান। এসময় তিনি বলেন , বৃক্ষ আমাদের পরিবেশকে রক্ষা করে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ জীবন নিশ্চিত করে । আমাদের সবাইকে বৃক্ষ রোপনের এই উদ্যোগে অংশগ্রহণ করতে হবে। বৃক্ষরোপনের মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধি করে বনভূমি বাড়াতে হবে।
এ সময় শিক্ষার্থীদের মাঝে ২৫০টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা বিতরণ করা হয়।
জেনাস স্যোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ( জিএসডিও) সদস্য সচিব কৃষিবিদ জিয়াউর রহমানের সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধনে উপস্থিত ছিলেন রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহারা খাতুন, সহকারী শিক্ষিকা চায়না খাতুন, লালপুরের সিনিয়র সাংবাদিক আব্দুর রশিদ মাস্টার প্রমুখ।

সম্পাদনায়: রাশিদুল ইসলাম রাশেদ

সাব এডিটর, দৈনিক প্রাপ্তিপ্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.