সোমবার | ১৩ অক্টোবর, ২০২৫ | ২৮ আশ্বিন, ১৪৩২

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুনদের আহবান জানালেন ডা. রাজন

নিজস্ব প্রতিবেদক:
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে মনোনয়ন প্রত্যাশী নাটোর জেলা বিএনপির সদস্য ও ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ডা. ইয়াসির আরশাদ রাজন বলেন, আমি এই এলাকার মানুষের ভালোবাসার একমাত্র নেতা।  যার জন্য তার কর্মীরা নিজের টাকা খরচ করে এই বৃষ্টির মধ্যে সমাবেশে যোগ দিয়েছে। আমার কাছে তথ্য আছে অন্যরা টাকা-পয়সার লোভ দেখিয়ে, ভয়-ভীতি প্রদর্শন ও কার্ড বাতিলের হুমকি দিয়ে তাদের সমাবেশে জনসমাগম করার চেষ্টা করছেন। এই রকম বাংলাদেশ আমরা চাই না। শত শত অপরাধী ও খুনিরা নিরাপদে দেশ থেকে পালিয়ে গেছে, তাদের কোন বিচার হয় নাই। আমরা একটা পরিবর্তন চেয়েছিলাম যেখানে সৎ শাসন কায়েম হবে, সিন্ডিকেটের পতন হবে, জিনিসপত্রের দাম কমবে। কিন্তু কিচ্ছু হয় নাই। শুধুমাত্র মানুষের জীবনের দাম কমেছে। ড. ইউনূসের কাছে আমাদের অনেক আকাঙ্ক্ষা ছিল। গত এক বছর তাকে আমরা সর্বতোভাবে সহায়তা করেছি। আমাদের কোন লক্ষ্য পূরণ হয় নাই। এক বছরে চারটি জাতীয় সংসদ নির্বাচন করা যেত। কিন্তু এই সরকার এখন পর্যন্ত আমাদের একটি সুষ্ঠু নিরপেক্ষ  নির্বাচন উপহার দিতে পারেনি। দুর্নীতি ও সিন্ডিকেটের জগত থেকে হাসিনা পালিয়ে গেলেও ৫ আগস্টের পর এখন কেউ কেউ হাসিনা হয়ে উঠতে চাচ্ছে। এ সময় তিনি তারেক রহমানের ৩১ দফার ১৩ নং দফায় বর্নিত দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গিকার বাস্তবায়নে বাংলাদেশের মাটি ছুঁয়ে তরুণদের শপথ করার আহবান জানান। তিনি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বানিজ্যের কথা তুলে ধরে বলেন, যেখানে শিক্ষিত তরুনদের যোগ্যতা অনুযায়ী চাকরি হওয়ার কথা, সেখানে ২-৫ লাখ টাকায় পরিচ্ছন্নতা কর্মীর চাকরি বিক্রি হয় যা অত্যন্ত লজ্জাজনক। এই নিয়োগ বানিজ্যকে লালপুর – বাগাতিপাড়ায় হারাম ঘোষণা করতে হবে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে নাটোরের লালপুরে দুয়াড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লালপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দুয়াড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে  উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদনায়: রাশিদুল ইসলাম রাশেদ

সাব এডিটর, দৈনিক প্রাপ্তিপ্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.