নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া ভাঙ্গাপাড়া গ্রামের তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (১০) ধর্ষণের অভিযোগে আলতাফ হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকালে (১৭ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি ওই গ্রামের বিল্লা মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় দোকানে চিপস কিনতে যায় ভুক্তভোগী শিশুটি। এ সময় আলতাফ হোসেন তাকে টাকার প্রলোভন দেখিয়ে পাশের আমবাগানে নিয়ে যান এবং সেখানে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্ষণের অভিযোগে স্থানীয়দের হাতে এক যুবক আটক থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় এলাকায় কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়লে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে রাত ১০টার দিকে পুলিশ আলতাফকে হেফাজতে নেন। বিষয়টি দৈনিক প্রাপ্তিপ্রসঙ্গকে নিশ্চিত করেছেন ইউএনও মো. মেহেদী হাসান।
ভুক্তভোগী শিশুর মা (৩০) জানান, ঘটনার পর তার মেয়ে অসুস্থ হয়ে পড়ে এবং বিষয়টি জানালে স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে আটক করে। তিনি ওই যুবকের কঠোর শাস্তির দাবি জানান।
বর্তমানে ভুক্তভোগী শিশুটি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মো. সুরুজ্জামান শামীম।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম প্রাপ্তিপ্রসঙ্গকে জানান, অভিযুক্ত যুবককে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আটক দেখিয়ে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ
সাব এডিটর, প্রাপ্তিপ্রসঙ্গ