মঙ্গলবার | ২৮ অক্টোবর, ২০২৫ | ১২ কার্তিক, ১৪৩২

লালপুরে শিক্ষা, স্বাস্থ্য ও নারী উন্নয়নে উপকরণ বিতরণ

নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুরে ২০২৫-২৬ অর্থবছরের উপজেলা রাজস্ব উন্নয়ন তহবিলের আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সুবিধাভোগীদের মাঝে নানা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকাল থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে ফিল্ম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৫২টি ফার্স্ট এইড বক্স, ছাত্রীদের জন্য ৪২টি বাইসাইকেল, স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন এবং মহিলাদের মাঝে ১৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর অফিসের ডিজিএম রেজাউল করিম এবং একাডেমিক সুপারভাইজার সাদ আহমদ শিবলী প্রমুখ।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রাজস্ব উন্নয়ন তহবিলের এ উদ্যোগের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও নারীর স্বনির্ভরতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

 

সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ

সাব এডিটর, প্রাপ্তিপ্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.