
নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে বখতিয়ার খিলজি স্কুল অ্যান্ড মাদ্রাসার উদ্যোগে স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর, ২০২৫) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত গোপালপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ মাঠে এ অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মিলনমেলায় পরিণত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু জাফর মো. হাসান ইমাম পারভেজের সভাপতিত্বে ও শিক্ষক মো. ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার জায়দা খাতুন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী, নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড এর এডিএম আনিসুর রহমান এবং বিদ্যালয় পরিচালনা কমিটির উপদেষ্টা ও নর্থ বেঙ্গল সুগার মিল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ মোখতার হোসেন।
দিনটি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় গান, কবিতা আবৃত্তি, নাটক ও মুকাভিনয় সহ নানান সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে। এ সময় শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনায় পুরো মাঠে উৎসবমুখর আবহ সৃষ্টি হয়।
এর আগে স্কুলের পক্ষ থেকে বার্ষিক রিপোর্ট উপস্থাপন করা হয়। এতে জানানো হয়, নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ২০০ শিক্ষার্থী বিশজন শিক্ষক–শিক্ষিকার তত্ত্বাবধানে পাঠ গ্রহণ করছে। শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থাও চালু রয়েছে বলে জানানো হয়।
প্রধান শিক্ষক মো. ওমর ফারুক বলেন,”আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফল নয়, বরং এমন একটি প্রজন্ম গড়ে তোলা—যারা জ্ঞান, চরিত্র ও নৈতিকতায় সমানভাবে সমৃদ্ধ হবে। আধুনিক প্রযুক্তি ও ইসলামিক মূল্যবোধের সমন্বয়ে আমরা এমন এক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে শিশুরা একাধারে আধুনিক বিশ্বের নাগরিক এবং মানবিক গুণসম্পন্ন মানুষ হয়ে উঠবে।”
তিনি আরও বলেন,“আমরা বিশ্বাস করি—শিক্ষা শুধু জাতির মেরুদণ্ড নয়, এটি জাতির ভবিষ্যৎ দিকনির্দেশনা। সেই ভবিষ্যৎকে আলোকিত করতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। সে লক্ষ্যে প্রথাগত শিক্ষার বাইরে উপজেলার একমাত্র ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে আমাদের প্রতিষ্ঠান।”
অনুষ্ঠানে বক্তারা বলেন,“শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে এমন সাংস্কৃতিক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু পাঠ্যপুস্তক নয়, নৈতিকতা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের চর্চার মধ্য দিয়েই প্রকৃত মানুষ তৈরি করা সম্ভব। বখতিয়ার খিলজি স্কুল অ্যান্ড মাদ্রাসার শিক্ষার্থীরা এই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে। এ সময় তারা শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানান।”
প্রসঙ্গত, গত বছর উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। অনুষ্ঠানে অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ
সাব এডিটর, প্রাপ্তিপ্রসঙ্গ