
নাটোর প্রতিনিধি:
দেশের ঐতিহ্যবাহী স্থাপনা উত্তরা গণভবনকে সঠিকভাবে সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে সহধর্মিণীসহ ঐতিহাসিক উত্তরা গণভবন পরিদর্শন শেষে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি গণভবনের নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশ ও স্থাপত্যশৈলীর প্রশংসা করেন।
ড. আসিফ নজরুল বলেন, “উত্তরা গণভবন শুধু নাটোরের নয়, বরং বাংলাদেশের ঐতিহ্যের এক মূল্যবান প্রতীক। এর স্থাপত্য, প্রকৃতি ও ঐতিহাসিক গুরুত্ব মিলিয়ে এটি এক অনন্য নিদর্শন। যথাযথ সংরক্ষণ ও উন্নয়নমূলক পদক্ষেপ নিলে এটি দেশের অন্যতম পর্যটন আকর্ষণ হিসেবে গড়ে উঠতে পারে।”
তবে তিনি রাজনৈতিক বা সমসাময়িক কোনো বিষয়ে মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নাটোর সফরের অংশ হিসেবে তাঁর নাটোর কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট (টিটিআই) পরিদর্শনের কথা থাকলেও তা পরবর্তীতে বাতিল করা হয়। পরে তিনি রাজশাহীর উদ্দেশে রওনা হন।
এর আগে দুই দিনব্যাপী রাজশাহী ও নাটোর সফরের অংশ হিসেবে তিনি রাজশাহীর সারদা পুলিশ একাডেমিও পরিদর্শন করেন। এ সফরকে ব্যক্তিগত সফর হিসেবে উল্লেখ করে স্থানীয় প্রশাসন গণমাধ্যমকর্মীদের ছবি ধারণে সীমাবদ্ধতা আরোপ করে।
সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ
সাব এডিটর, প্রাপ্তিপ্রসঙ্গ