
নাটোর প্রতিনিধি :
নাটোর–১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে সমর্থন জানিয়ে নির্বাচনী প্রচার মিছিল করেছে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। রোববার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সমন্বিতভাবে এসব গণমিছিল অনুষ্ঠিত হয়।
লালপুর সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বড় মিছিল বের হয়ে ত্রিমোহিনী চত্বর ও থানা মোড়সহ প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই বিদ্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপির রাজনীতি মানে ধানের শীষের রাজনীতি। এখানে ভিন্নমত বা বিভ্রান্তির জায়গা নেই। লালপুর-বাগাতিপাড়ার জনগণ ব্যক্তিকেন্দ্রিক নয়, বরং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে বিশ্বাসী। তাঁরা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন এবং ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বিজয় নিশ্চিত করতে পুরো উপজেলায় সমন্বিত প্রচারণা শুরু হয়েছে।
প্রচার মিছিলে অংশ নেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, লালপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক রবিউল ইসলাম রবিসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।
সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ
সাব এডিটর, প্রাপ্তিপ্রসঙ্গ