সোমবার | ৮ ডিসেম্বর, ২০২৫ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩২

জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থী প্রবেশ সাময়িকভাবে বন্ধ

প্রাপ্তি প্রসঙ্গ ডেস্ক:

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে প্রস্তুতি ও উন্নয়নমূলক কাজের জন্য দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শনিবার (৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধের ফটকে একটি নোটিশ টানিয়ে এ তথ্য জানানো হয়। নোটিশ অনুযায়ী ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সকল দর্শনার্থীর জন্য প্রবেশ নিষিদ্ধ থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য দর্শনার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা করে কর্তৃপক্ষ তাদের সহযোগিতা কামনা করেছে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/০৮-০৪

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.