মঙ্গলবার | ২৩ ডিসেম্বর, ২০২৫ | ৮ পৌষ, ১৪৩২

মাউশির সহ.পরিচালক প্রতাপ চৌধুরীর পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক :
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সিলেট অঞ্চলের সহকারী পরিচালক প্রতাপ চৌধুরী সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন।
গত ১১ ডিসেম্বর ২০২৫ শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
২৬তম বিসিএস (সাধারণ-শিক্ষা) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত প্রতাপ চৌধুরী বিয়ানীবাজার সরকারি কলেজে প্রভাষক হিসেবে চাকুরী জীবন শুরু করেন। পরবর্তীতে সিলেট সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক, সিলেট এমসি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে, সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিষয়ের প্রভাষক থাকাকালে তিনি কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ছিলেন এবং ২০১৩-২০১৪ সালে সিলেট জেলার শ্রেষ্ঠ গ্রুপ সম্পাদক মনোনীত হন।
ছাত্রজীবনে তিনি সাংবাদিকতা পেশার সাথেও জড়িত ছিলেন। তিনি দৈনিক সংবাদ পত্রিকার শাবিপ্রবি প্রতিনিধি ও শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০০১-২০০৩ সেশনের কার্যনির্বাহী (তৃতীয়) কমিটির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
তাঁর স্ত্রী তপতী রায় দক্ষিণ সুরমাস্থ লতিফা-শফি চৌধুরী মহিলা কলেজে সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ১ কন্যা সন্তান ও ৩ পুত্র সন্তানের জনক।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.