
নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে চলতি শীত মৌসুমে উপজেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা এ শীত মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন বলে জানা গেছে।
ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত শুক্রবার (২৬ ডিসেম্বর) লালপুর উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এরপর ধাপে ধাপে তাপমাত্রা কমতে থাকে। বুধবার সকালে তা নেমে আসে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।
ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, গত শুক্রবার থেকে চলতি সপ্তাহজুড়ে লালপুর ও আশপাশের এলাকায় তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। ঘন কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি তুলনামূলকভাবে বেশি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের সংজ্ঞা অনুযায়ী, কোনো এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ এবং ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বলা হয়। সে হিসাবে বর্তমানে লালপুর উপজেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
এদিকে তীব্র শীতের কারণে লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে ছিন্নমূল ও গ্রামাঞ্চলের খেটে খাওয়া অসহায় জনগোষ্ঠী চরম দুর্ভোগে পড়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সম্পাদনা: রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ /৩১-০১