
নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের (নবেসুমি) কৃষি খামারের খাল থেকে নিরব হোসেন (১৩) নামে নিখোঁজ এক কিশোর শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১’লা জানুয়ারি, ২০২৬) বিকেল ৩টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের গোবিন্দপুর কৃষি খামারের ৩নং ব্লকের উত্তর পাশের খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উদ্ধার হওয়া কিশোর নিরব হোসেন উপজেলার রামকৃষ্ণপুর মন্ডলপাড়া গ্রামের নাছির উদ্দিনের (৩৭) ছেলে ও বালিতিতা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
গোবিন্দপুর কৃষি খামারের অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, “খামারের প্রহরী মো. কামরুল ইসলাম দুপুর ১২টার দিকে উত্তর ব্লকের খালে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে আমাকে মুঠোফোনে জানান। আমি তৎক্ষনাৎ বিষয়টি উর্ধতন কর্মকর্তা জানিয়ে লালপুর থানা পুলিশে খবর দিই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।”
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মজিবর রহমান বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু নয় বলে ধারণা করা হচ্ছে। অধিকতর তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।”
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (৩১ ডিসেম্বর, ২০২৫) বিকেল ৩টার দিকে নিরব বাড়ি থেকে বের হয়। সন্ধ্যাতে বাড়ি না ফিরলে সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করতে থাকেন পরিবারের সদস্যরা। পরে তার সন্ধান চেয়ে রাতেই মাইকিং করা হয়। পরদিন বৃহস্পতিবার সকালে তার বাবা লালপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
নিরবের দাদা এলাহী মন্ডল আহাজারি করে বলছিলেন, “আমার এ সর্বনাশ কে করল? আমার আদরের নাতিরে এনে দাও। শীতের পোশাক ছাড়াই বিকালে বের হয়েছিল। ওর মা শীতের পোশাক দিতে গিয়ে খুঁজে পাই নাই। ওই পোশাক আর কে পড়বে রে দাদু?”
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/০১-০১