
প্রাপ্তি প্রসঙ্গ ডেস্ক :
নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের মানুষের জীবনমান উন্নয়নে চোখে না দেখা বহু সমস্যার সমাধান করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে শনিবার (২৪ জানুয়ারি) নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি। এ সময় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করতে তিনি ঘরে ঘরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং বিএনপি ক্ষমতায় এলে গৃহীত কর্মপরিকল্পনা তুলে ধরেন।
গণসংযোগ ও পথসভায় বক্তব্যকালে পুতুল বলেন, বিএনপি একটি পরিবর্তিত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায়, যেখানে মানুষের অধিকার নিশ্চিত হবে। বিএনপির চেয়ারপারসন তারেক রহমান দেশের কৃষক, কৃষি ও নারীদের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছেন বলেই বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে নারীদের জন্য চালু করা হবে ডিজিটাল ‘ফ্যামিলি কার্ড’। এই কার্ডের মাধ্যমে পরিবারের আর্থিক অবস্থার ভিত্তিতে নারীরা মাসে দুই থেকে তিন হাজার টাকা সহায়তা পাবেন, যা তাদের মর্যাদা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে।
এছাড়া কৃষকদের কল্যাণে চালু করা হবে ‘কৃষি কার্ড’। এর মাধ্যমে কৃষকরা স্বল্প সুদে ব্যাংক ঋণ, দুর্যোগকালীন সরকারি সহায়তা এবং কৃষি বিমার সুবিধা গ্রহণ করতে পারবেন।
স্থানীয় ভোটারদের উদ্দেশে পুতুল বলেন, এই এলাকায় অনেক সমস্যা রয়েছে—যার অনেকগুলো চোখে দেখা যায় না। এসব সমস্যার সমাধান আপনাদের ভোটের মাধ্যমেই সম্ভব। আপনারা যদি আমাকে সংসদে পাঠান, তাহলে আমি মানুষের কথা বলব, মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করব। আমি দেশ থেকে কিছু নিতে চাই না, দেশকে দিতে চাই।
তিনি আরও বলেন, বাগাতিপাড়া উপজেলার সর্বস্তরের মানুষের উন্নয়নই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।
গণসংযোগ কর্মসূচিতে বাগাতিপাড়া ও লালপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ