শনিবার | ৩১ জানুয়ারি, ২০২৬ | ১৭ মাঘ, ১৪৩২

নাটোর জেলা কারাগারে বন্দীরা ভোট দিবেন পোস্টাল ব্যালটে

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর জেলা কারাগারের ৪১ জন বন্দী পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন। এ লক্ষ্যে কারা কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ করেছে।
কারাগার সূত্র জানায়, বর্তমানে নাটোর জেলা কারাগারে ৩৩ জন নারীসহ মোট ৭৫২ জন বন্দী রয়েছেন। এদের মধ্যে যাচাই-বাছাই শেষে ১৭ জন হাজতি ও ২৪ জন দণ্ডপ্রাপ্ত কয়েদিকে ভোট প্রদানের জন্য চূড়ান্তভাবে তালিকাভুক্ত করা হয়েছে। তালিকাভুক্ত ৪১ জন বন্দীর মধ্যে নারী বন্দী রয়েছেন তিনজন—এর মধ্যে দুইজন হাজতি এবং একজন কয়েদি।
নির্বাচন কমিশন কারাগারে বন্দীদের ভোটাধিকার নিশ্চিত করার ঘোষণা দেওয়ার পর থেকেই জেল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে বন্দীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করে। পরবর্তীতে আগ্রহী বন্দীরা আবেদন করলে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই সম্পন্ন করে তাদের ভোট প্রদানের সুযোগ দেওয়া হয়।
এ বিষয়ে নাটোর জেলা কারাগারের জেলার শেখ মো. রাসেল জানান, নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে বন্দীদের ভোট প্রদানে উৎসাহিত করা হয়েছে। তিনি বলেন, “মোট ৭৫২ জন বন্দীর মধ্যে ৪১ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি-বিধান মেনে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।”

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/৩১-০১

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.