শুক্রবার | ১৩ সেপ্টেম্বর, ২০২৪ | ২৯ ভাদ্র, ১৪৩১

লালপুরে সিএনজির ধাক্কায় নিহত ১

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে সিএনজির ধাক্কায় ভবেশ মন্ডল (৫০) নামে একজন নিহত হয়েছেন।
রোববার (২৪ ডিসেম্বর ২০২৩) সন্ধ্যা ৬ টার দিকে লালপুর-গোপালপুর সড়কের শহীদ মমতাজ উদ্দিন স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভবেশ মন্ডল উপজেলার মহিষবাথান (হিন্দুপাড়া) গ্রামের নারায়ন চন্দ্রের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় লালপুর বাজার থেকে বাইসাইকেলে বাড়িতে যাওয়ার পথে শহীদ মমতাজ উদ্দীন স্টেডিয়ামের সামনে সিএনজি ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়েন ভবেশ মন্ডল। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লালপুর উপজেলা কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, মাথায় আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, এ ঘটনায় সড়ক আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.