নাটোর প্রতিনিধি :
নাটোরে বৈশাখী টেলিভিশনের ১৯ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিঘাপতিয়া বালিকা শিশু সদনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর ২০২৩) দুপুরে শহরতলী দিঘাপতিয়া বালিকা শিশু সদনে এতিম শিশুদের সাথে নিয়ে আলোচনা সভা শেষে কেক কাটেন জেলার বিশিষ্টজনরা।
নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আব্দুস সালাম, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি আব্দুল মজিদ, দিঘাপতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শরিফুল ইসলাম বিদ্যুৎ, দিঘাপতিয়া বালিকা শিশু সদনের সাধারণ সম্পাদক, সৈয়দ মোস্তাক আলী মুকুল, ইউনাইটেড প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক সুফি সান্টু, নাটোর প্রেসক্লাবের সিনিয়র সভাপতি খন্দকার এনামুর রহমান চিনু, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি ইসাহাক আলী, বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন রুবেল, নাটোরের শিক্ষাবিদ আব্দুর রাজ্জাকসহ অনেকে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমকাল ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি, আল মামুন, এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহবুব হোসেন, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাজমুল হাসানসহ বালিকা শিশু সদনের সকল সদস্য। এ সময় রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
এ সময় আলোচকরা বৈশাখী টেলিভিশনে প্রচারিত সংবাদ, অনুষ্ঠানমালা এবং নাটোর জেলা প্রতিনিধি ইসাহাক আলীর জীবন ও কর্ম নিয়ে বিভিন্ন বিষয় উপস্থাপন করে এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পরামর্শ দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাটোর প্রেসক্লাবের জুনিয়র সভাপতি শহিদুল ইসলাম।
এর আগে বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান শিক্ষাবিদ আব্দুর রাজ্জাক, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, দিঘাপতিয়া ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম বিদ্যুৎ, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব রমাাক আলী মুকুল, যুগাÍর প্রতিনিধি শহিদুল হক সরকারর। এছাড়া জেলার বিভিন্ন উপজেলার সংবাদকর্মি ও বৈশাখী সংবাদে উপকারভোগীরা শুভেচ্ছা জানান। পরে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।