শনিবার | ১৪ ডিসেম্বর, ২০২৪ | ২৯ অগ্রহায়ণ, ১৪৩১

বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

নিজস্ব প্রতিবেদক,  বড়াইগ্রাম, নাটোর
নাটোরের বড়াইগ্রাম উপজেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান বনপাড়া বাট ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার স্কুল আঙ্গিনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
স্কুলের অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিচালক আফছার আলী মৃধা। প্রধান অতিথির বক্তৃতায় ডা. সিদ্দিকুর রহমান বলেন, বড়াইগ্রামে কেজি স্কুলের সুচনা হয় বাডের মাধ্যমে। এখন উপজেলায় জাতীয় অনুষ্ঠান গুলোতে কৃতিত্বোর স্বাক্ষর রাখে বাড ইন্টারন্যাশনাল। স্মার্ট বাংলাদেশ বির্নিমানে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভ‚মিকা রাখবে বড়াইগ্রামবাসী সেটা প্রত্যাশা করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিিিটর ডেপুটি রেজিষ্টার আশরাফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সোলায়মান আলী প্রমুখ। অনুষ্ঠানের শেষাংসে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, স্থাণীয় এবং আমন্ত্রিত শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.