শনিবার | ১৪ ডিসেম্বর, ২০২৪ | ২৯ অগ্রহায়ণ, ১৪৩১

বড়াইগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম, নাটোর
নাটোরের বড়াইগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি এবং তা না পেয়ে ফেসুবক পেইজে একটি কফি হাউজের নামে মনগড়া অসত্য তথ্য প্রকাশের প্রতিবাদে এবং অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় বনপাড়া বাজারের মুন কফি হাউজে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মুন কফি হাউজের স্বত্ত¡াধিকারী মোছা: মুনমুন খন্দকার লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় বিশিষ্ট ব্যবসায়ী ও হীরা মার্কেটের মালিক মোক্তার হোসেন উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে মুনমুন খন্দকার জানান, গত মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ গ্রামের সুজন (৪০), বনপাড়া গোয়ালপাড়া গ্রামের মাহবুব ও মহিষভাঙ্গা চকপাড়া গ্রামের সৈকত হোসেন (৩০) নামে তিনজন ব্যক্তি তার অনুপস্থিতিতে বনপাড়া বাজারের হীরা সুপার মার্কেটের দোতলায় তার মালিকানাধীন মুন কফি হাউজে আসেন। এ সময় নিজেদেরকে সাংবাদিক পরিচয় দেয় এবং সেখানে একটি সংঘর্ষ হয়েছে জানিয়ে সেটার সংবাদ প্রকাশ না করার শর্তে কর্মচারীদের কাছে চাঁদা দাবি করে। পরে আমি আসলে তারা আমার কাছেও একই কথা বলে। এ সময় আমি কফি হাউজে এমন কোন ঘটনা ঘটেনি জানিয়ে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমার উপর ক্ষিপ্ত হয় এবং আমাকে নিয়ে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করে। এমনকি আমার কফি হাউজ নিয়ে নানা অসত্য তথ্য দিয়ে ফেসবুকে লাইভ প্রচার করে। এতে আমার ও আমার ব্যবসায় প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হয়েছে। আমি ইতিমধ্যে তাদের নামে থানায় চাঁদা দাবির লিখিত অভিযোগ করেছি। আমি অবিলম্বে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাই।
এ ব্যাপারে জানতে চাইলে মাহবুব ও সুজন জানান, তারা সেখানে গেলে তর্ক-বিতর্ক হয়েছে। তবে তারা কোন চাঁদা দাবি করেননি।
বড়াইগ্রাম থানার ওসি শফিউল আজম খান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.