বৃহস্পতিবার | ৩ অক্টোবর, ২০২৪ | ১৮ আশ্বিন, ১৪৩১

ট্রাফিক পুলিশের মাঝে পানীয় বিতরণ

নাটোর প্রতিনিধি:
নাটোরে তীব্র তাপদহের মধ্যে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে খাবার স্যালাইন, জুস এবং পানি বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ এপ্রিল ২০২৪) দুপুর একটার দিকে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশদের মাঝে এই স্যালাইন, জুস এবং খাবার পানি বিতরণ  পুলিশ সুপার তারিকুল ইসলাম। এ সময় তাঁর সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম (ক্রাইম এন্ড অবস), অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম (অর্থ ও প্রশাসন), সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলি প্রমুখ।
তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে নাটোর জেলাসহ সারা দেশের মানুষ, তখনও রাস্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নাটোর ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যগণ। গ্রীষ্মের এই প্রচন্ড তাপদাহে ট্রাফিক পুলিশের সদস্যরা যেন পানি শূন্যতায় না ভোগে এবং তাদের ক্লান্তি দূর করার জন্য নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম পিপিএম নাটোর ট্রাফিক বিভাগের সকল সদস্যদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণের উদ্যোগ নিয়েছেন।
উল্লেখ্য গত রোববার নাটোর জেলায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.