মঙ্গলবার | ৮ অক্টোবর, ২০২৪ | ২৩ আশ্বিন, ১৪৩১

লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের প্রথম সভা

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন ২০২৪) উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও শারমিন আখতারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শামীম আহমেদ সাগর, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ, ভাইস চেয়ারম্যান মো. তোহিদুল ইসলাম বাঘা, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মাহফুজা খাতুন শাপলা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাহমিদা বিনতে হাফিজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।
তাঁরা ২০২৪ সালের ২১ মে নির্বাচিত হয়ে ১১ জুন রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ গ্রহণ করেন।
উল্লেখ্য, নাটোরের লালপুরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে (২১ মে ২০২৪) মুক্তিযোদ্ধা পরিবারের তিন তরুণ প্রজন্ম বিজয়ী হন। তাঁরা হলেন, চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিনের ছেলে মো. শামীম আহমেদ সাগর (৪৫ বছর-জন্ম-২৫/১১/১৯৭৯), ভাইস চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা মরহুম ইছার উদ্দিনের ছেলে মো. তোহিদুল ইসলাম বাঘা (৪১ বছর-জন্ম-২৩/১০/১৯৮৩) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা মরহুম খোরশেদ আলীর নাতনী মো. আব্দুল মজিদের মেয়ে মোছা. মাহফুজা খাতুন শাপলা (৪১ বছর-জন্ম-১২/০৬/১৯৮৩)।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.