বৃহস্পতিবার | ৩ অক্টোবর, ২০২৪ | ১৮ আশ্বিন, ১৪৩১

কিশোর অপরাধ ও মাদক প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে কিশোর অপরাধ প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ সেপ্টেম্বর ২০২৪) উপজেলা পরিষদ মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোহাম্মদ আক্তার জামীল।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. লুৎফর রহমান। বক্তব্য দেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার সরকার, মেডিকেল অফিসার ডা. রাকিবা তাসরিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলী, আব্দুলপুর সরকারি কলেজের অধ্যাপক মো. আতাউর রহমান, সাংবাদিক মোজাম্মেল হক, শিক্ষার্থী এস এম তানবীরুজ্জামান প্রমুখ।


এ সময় উপস্থিত ছিলেন সকল দপ্তর প্রধান, প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুধিজন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.