শুক্রবার | ১৩ ডিসেম্বর, ২০২৪ | ২৮ অগ্রহায়ণ, ১৪৩১

কণ্ঠশিল্পী নাজ আহমেদের সংগীতের পথ চলা

নিজস্ব প্রতিবেদক :
অস্ট্রেলিয়ার প্রবাসে থেকেও নাজ আহমেদ সঙ্গীত চর্চার মাধ্যমে মেলোডি কিং কুমার শানু, নচিকেতা, রূপঙ্করসহ খ্যাতি সম্পন্ন অনেক শিল্পীর সাথে নিজের মৌলিক গান গেয়ে যাচ্ছেন।
ইতিমধ্যেই কুমার শানুর সঙ্গে তার দুটি মৌলিক গান রিলিজ হয়েছে।


নাজ আহমেদের মৌলিক গানগুলোর কথা ও সুর করেছেন বাংলাদেশের সুরকার গীতিকার ও সঙ্গীত শিল্পী তাজুল ইসলাম।
অসাধারণ গান গেয়ে নাজ আহমেদ ইতিমধ্যেই ব্যাপক পরিচিত ও সুনাম অর্জন করেছেন।
নাজ আহমেদ খুব ছোটবেলা থেকেই গান শিখেছেন, ক্লাসিক্যাল সংগীতে তালিম নিয়েছেন ওস্তাদ আখতার সাদমানীর কাছে। বিটিভিতে ফেরদৌসী রহমানের ‘এসো গান শিখি’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। বিটিভির নতুন কুঁড়ি প্রতিযোগিতায় ছড়াগান ও লালনগীতিতে পুরস্কার পেয়েছেন। পরবর্তীতে বাংলাদেশ বেতার ও বিটিভির তালিকাভূক্ত শিশুশিল্পী হিসেবে শিশু সংগীত একাডেমিসহ বিভিন্ন মঞ্চ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। বুলবুল ললিতকলা একাডেমি থেকে বেদার উদ্দিন আহমেদ, সোহরাব হোসেন ও খালেদ হোসেনের কাছে গান শিখেছেন এবং নজরুল গীতি ছিলো তাঁর প্রধান চর্চার ক্ষেত্র।
পেশাগত জীবনে শিক্ষকতার সাথে জড়িত এবং একই সাথে তিনি একজন ফিটনেস ট্রেইনার ও Yoga Instructor। মৌলিক গান রেকর্ডিংয়ের পাশাপাশি অস্ট্রেলিয়ার সিডনির বিভিন্ন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে যাচ্ছেন।
নাজ আহমেদ রায় ২০ বছর যাবত অস্ট্রেলিয়ায় বসবাস করছেন।
নাজ আহমেদ কুমার শানুর সাথে মৌলিক ডুয়েট গান নাগিন, কি যে ভুল করেছি, দুইটি ডুয়েট গান রয়েছে।
নচিকেতা, রুপঙ্করসহ বাংলাদেশের সঙ্গীতশিল্পী গীতিকার সুরকার তাজুল ইসলামের সাথেও তার একাধিক গান রয়েছে।
নাজ আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ছোটবেলা থেকে সংগীতকে ভালবেসে এসেছি এবং বিভিন্ন গুরুর কাছে সংগীতের তালিম নিয়ে সেই যাত্রাপথে আজও চলছেন।
সবাই আমার জন্য দোয়া করবেন পাশে থাকবেন।
আমার মৌলিক গানের সব গানগুলোই তাজুল ভাইয়ের লেখা ও সুর করা। সামনে আরও নতুন নতুন মানসম্মত গান যেন উপহার দিতে পারি সেজন্য সকল গান প্রেমী শ্রোতাদের দোয়া ও পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.