মঙ্গলবার | ১৪ জানুয়ারি, ২০২৫ | ৩০ পৌষ, ১৪৩১

লালপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।।

এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে লালপুর উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের সভাপতিত্বে শীর্ষক কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলার ১০টি ইউনিয়ন ও গোপালপুর পৌরসভা ২টি দলসহ মোট ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে তাদের মতবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মেহেদী জাহান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাদ আহমেদ শিবলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীও সাংবাদিকবৃন্দ।
পরে সাইবার সিকিউরিটি অ্যাক্ট ও প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার ও বর্জ্য শূন্যতা সম্পর্কে কর্মশালায় আলোচনা এবং এর প্রভাব সম্পর্কে তুলে ধরা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.