বিশেষ প্রতিনিধিঃ
রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটম একটি বহুমুখী গবেষণা চুল্লী নির্মান করছে। চতুর্থ প্রজন্মের গইওজ চুল্লীটি রাশিয়ার পারমাণবিক চুল্লী গবেষণা ইন্সটিটিউটের সাইটে নির্মিত হচ্ছে। দেশটিতে পরমাণু বিজ্ঞান, প্রকৌশল এবং প্রযুক্তির উন্নয়নে গৃহীত সর্বাত্মক প্রোগ্রামের অংশ এই নতুন গবেষণা চুল্লী। রসাটমের মিডিয়া উইং প্রেরীত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।
চুল্লীটির জন্য প্রাথমিক তাপ অপসারণ সার্কিট এবং জ্বালানী ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির সংযোজনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দু’টি ইন্টারমিডিয়েট হীট এক্সচেঞ্জারের স্থাপিত হয়েছে, প্রতিটির ওজন ৩৮টন, উচ্চতায় ৯মিটার এবং প্রস্থে ২.৫মিটার। ফ্রেশ এবং ব্যবহৃত জ্বালানীর জন্য প্রতিটি ১৬টন ওজনের দু’টি ড্রাম ডিজাইন পজিশনে স্থাপিত হয়েছে। স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ ‘কোর ক্যাচার’ স্থাপনের কাজও এগিয়ে চলছে।
রিয়্যাক্টর কোর এ ফ্রেশ জ্বালানী প্রবেশের পূর্বে নিষ্ক্রিয় গ্যাসের উপস্থিতিতে জ্বালানী এসেম্বলীকে উত্তপ্ত করার জন্য ফ্রেশ ফুয়েল ড্রাম ব্যবহৃত হয়। স্পেন্ট ফুয়েল ড্রামের কাজ হলো রিয়্যাক্টর থেকে বের করে আনার পর স্পেন্ট ফুয়েলকে শীতল করা।
নতুন এই রিয়্যাক্টরটি বর্তমানে ব্যবহৃত BOR 60 গবেষণা চুল্লীর স্থলাভিষিক্ত হবে, যা পরবর্তী অর্ধ শতক ধরে একটি স্টেট-অফ-দা-আর্ট গবেষণা সুবিধা প্রদান করবে। নির্মীয়মান চুল্লীটির সাহায্যে দুই কম্পোনেন্ট বিশিষ্ট পারমাণবিক বিদ্যুৎ এবং কোজড জ্বালানী চক্র নিয়ে গবেষণা করা হবে। এর মাধ্যমে চতুর্থ প্রজন্মের নিরাপদ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ব্যবহারের যৌক্তিকতা প্রমান করা সহজ হবে।
MBIR চুল্লীকে ভিত্তি করেই প্রতিষ্ঠা করা হচ্ছে MBIR আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র। এখানে রুশ বিজ্ঞানী ও গবেষক ছাড়াও বিদেশী বিজ্ঞানী ও গবেষকরা গবেষণা কার্য পরিচালনা করার সুযোগ পাবেন। একটি কনসোর্টিয়ামের অধীনে এটির কার্যক্রম পরিচালিত হবে। রুশ এবং বিদেশী পার্টনাররা তাদের জাতীয় পরমাণু কর্মসূচীর জন্য প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতে পারবেন। নিজস্ব গবেষণা চুল্লী নেই এমন দেশগুলোও এখানে গবেষণা কার্যক্রম পরিচালনার সুযোগ পাবেন।