মঙ্গলবার | ২১ জানুয়ারি, ২০২৫ | ৭ মাঘ, ১৪৩১

নবেসুমি-র এমডি হলেন মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের (নবেসুমি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া।
মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৫) বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করা হয়।
তিনি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের পুরান বাজার গ্রামে ১৯৭৫ সালের ১ জুলাই জন্মগ্রহণ করেন। পিতা মরহুম সৈয়দ আহমেদ ভূঁইয়া ও মাতা মরহুম ফাতেমা বেগম। স্ত্রী এফ. নুসরাত জাহান হেপী। তাঁদের সন্তান মোহাম্মদ ফাইক ইশাম ভূঁইয়া ও ফাইহা নিসহা।
তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জ এনজিএসএফ স্কুল থেকে এসএসসি (১৯৯০), ঢাকা কলেজ থেকে এইচএসসি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক (সম্মান) ও ১৯৯৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি ২০০১ সালে সহকারী ব্যবস্থাপক (পারস ও প্রশিক্ষণ) হিসেবে শ্যামপুর সুগার মিলস লিমিটেডে যোগদান করে ২০০৭ সালে উপব্যবস্থাপক (বাণিজ্যিক) হিসেবে পদোন্নতি পান। ২০০৮ সালে উপব্যবস্থাপক (প্রশাসন) হিসেবে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশ (বিএসএফআইসি) সদর দপ্তরে যোগদান করে ২০১৩ সালে ব্যবস্থাপক (প্রশাসন) হিসেবে পদোন্নতি পান। ব্যবস্থাপক (বাণিজ্যিক) হিসেবে ২০১৪ সালে শ্যামপুর সুগার মিলস লিমিটেডে যোগদান করে একই বছরে ব্যবস্থাপক (প্রশাসন) ও ২০১৯ সালে উপমহাব্যবস্থাপক (প্রশাসন) হিসেবে পদোন্নতি পান। ২০২১ সালে ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (প্রশাসন) হিসেবে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডে যোগদান করেন। ২০২২ সালে তিনি ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নাটোর সুগার মিলস লিমিটেডে দায়িত্ব গ্রহণ করেন। সর্বশেষ নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে ২০২৫ সালের ২১ জানুয়ারি যোগদান করে কর্মরত আছেন।
অপর দিকে নবেসুমির সাবেক এমডি মোহাম্মদ খবির উদ্দিন মোল্যাকে জয়পুরহাট সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.