নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে ৩২ বছর পর আব্দুলপুর সরকারি কলেজের আংশিক কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ১৯৯৩ সালের ৩০ আগস্ট নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে এক রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে দলটির কার্যক্রম অলিখিতভাবে বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৫) নাটোর জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সুজনের যৌথ স্বাক্ষরিত একটি পত্রে ওই কলেজ ছাড়াও গোপালপুর ডিগ্রী কলেজ ও লালপুর ডিগ্রী মহাবিদ্যালয়ের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
নাটোর জেলা ছাত্রদল মনোনীত ওই কমিটিতে শাকিল হোসেন সভাপতি রাকিবুল ইসলাম সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট আব্দুলপুর সরকারি কলেজ, মেহেদী হাসান সভাপতি ও জুবায়ের আরাফাতকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ট লালপুর ডিগ্রি কলেজ এবং মাসুদ রানা সভাপতি ও সিয়াম আলীকে সাধারণ সম্পাদক করে ৩ সদস্য বিশিষ্ট গোপালপুর ডিগ্রী কলেজ কমিটি ঘোষণা দেওয়া হয়েছে।
জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম এ ব্যাপারে জানান, ওই কলেজগুলোতে পদপ্রত্যাশী ছাত্রদের রেখে আপাতত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে সেখানে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।