বুধবার | ১২ মার্চ, ২০২৫ | ২৭ ফাল্গুন, ১৪৩১

ব্যাটারিচালিত ভ্যান চালকদের সড়ক অবরোধ

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে রেজিষ্ট্রেশন না থাকায় পৌরসভার কর্মচারীরা ব্যাটারিচালিত ভ্যান চালকদের চাবি কেড়ে নেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ চালকরা।
সোমবার (১৭ ফেব্রুয়ারি ২০২৫) বিকাল পৌনে ৫ টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার সামনে গোপালপুর-দুয়ারিয়া সড়কে অর্ধশতাধিক ভ্যান রেখে যানবাহন চলাচল বন্ধ করে দেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।
আন্দোলনরত ভ্যান চালক লতিফ ও হানিফ জানান, গোপালপুর পৌরসভায় প্রতিবছর ৬১০ টাকা দিয়ে রেজিষ্ট্রেশন করতে হয়। অথচ আমাদের কোন ভ্যানস্টান্ড নেই। হঠাৎ করে কোন নোটিশ না দিয়ে গত দুইদিন ধরে পৌরসভার কর্মচারীরা ভ্যানের রেজিষ্ট্রেশন না থাকায় চাবি কেড়ে নিয়ে ভ্যান আটকিয়ে রাখছে। এছাড়া দুপুরে আজিমনগর স্টেশনের পাশে ভ্যান রাখার ফাঁকা জায়গা বাঁশ দিয়ে বন্ধ করে রাখে। পরে চালকরা সড়ক অবরোধ করলে পুলিশ বাঁশ খুলে দেয় এবং চাবি ফেরত দিলে আমরা সড়ক ছেড়ে দেয়।
এবিষয়ে গোপালপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান বলেন, ব্যাটারিচালিত ভ্যানগুলো নিয়মকানুনের মধ্যে আনতে পৌরসভায় নির্ধারিত ফি দিয়ে প্রতিবছর রেজিষ্ট্রেশন করতে হয়। এজন্য কোন চালকের চাবি নিয়ে থাকলে সেটা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চালকদের কোন দাবি থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.