নাটোর প্রতিনিধি :
১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) নিয়োগ পরীক্ষায় সহকারী জজ হিসেবে ৭ম হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইকা তাহজিবা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৫) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর ও সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডীন ড. মো. ফখরুল ইসলাম রোববার (২৩ ফেব্রুয়ারি) প্রকাশিত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ৪১তম ব্যাচের শিক্ষার্থী ফাইকা তাহজীবা পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন। তিনি স্নাতক (সম্মান) পরীক্ষায় ৩.৮৩ ও স্নাতকোত্তরে ৩.৮২ জিপিএ পান। এর আগে রাজশাহী কলেজ থেকে এইচএসসি, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল থেকে এসএসসি এবং প্রাথমিক পাশ করেন। তিনি রাজশাহীর প্যারামাউন্ট কিন্ডারগার্টেন এবং জাপানে প্রি-প্রাইমারিতে পড়াশুনা করেন।
তার বাবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর ও সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডীন ড. মো. ফখরুল ইসলাম এবং মা ওই বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ওয়ারদাতুল আকমাম। তাঁদের গ্রামের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার হিরামানিক গ্রামে।
বিজেএস পরীক্ষায় ৭তম স্থান অর্জন করা ফাইকা তাহজিবা বলেন, আমি খুবই আনন্দিত। এই অর্জন শুধু আমার একার নয়; আমার মা-বাবা, শিক্ষক, আত্মীয়স্বজন ও বন্ধুদের সমর্থনের ফল। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। আর সেটার জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বিচারালয়। আমার প্রথম ব্রত হবে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সচেষ্ট থাকা। সে রকম একটি চাকরিতে যোগদান করতে চলেছি ইনশাআল্লাহ।