নাটোর প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গার ফুলতলা বাজার এলাকায় চেকপোষ্ট পরিচালনা করে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৫) নলডাঙ্গার ব্রম্মপুর ইউনিয়নের আবদানপুর পাড়ার শ্রীপতিপাড়া ব্রিজ চাওখালী বাজার হতে ফুলতলা বাজার এলাকায় চেকপোষ্ট পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি নলডাঙ্গার পশ্চিম মাধনগর কাজীপাড়া গ্রামের মৃত আলহাজ মতিউর রহমানের ছেলে মিজানুর রহমান (৩৫)।
সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহী সূত্রে জানা যায়, র্যাবের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট সাঈদ মাহমুদ সাদানের সোমবার রাতে নলডাঙ্গার ব্রম্মপুর ইউনিয়নেরর আবদানপুর পাড়ার শ্রীপতিপাড়া ব্রিজ চাওখালী বাজার হতে ফুলতলা বাজার এলাকায় চেকপোষ্ট পরিচালনা করে ১ কেজি শুকনো গাঁজা, ২টি সীমকার্ডসহ মোবাইল ও ১টি মোটরসাইকেলসহ আসামী মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট সাঈদ মাহমুদ সাদান বলেন, বর্তমান সময়ে মাদকের করাল থাবা আমাদের যুবসমাজকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। মাদকের মধ্যে অন্যতম হলো গাঁজা। মাদক ব্যবসায়ীরা গাঁজা বিভিন্ন এলাকা হতে সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্নস্থনে বিক্রয় করে আসছে। র্যাবের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হলো বাংলাদেশ হতে মাদক নির্মূল করা।
তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত আলামত গাঁজা সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে পরিবহণ করছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করেন। গ্রেপ্তারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয়-বিক্রয় করে আসছেন। এ ঘটনায় নাটোর জেলার নলডাঙ্গা থানায় মামলা রুজুর করা হয়েছে।