নাটোর প্রতিনিধি :
নাটোরের সিংড়ায় ২টি ওয়ান শুটারগান ও ৪টি ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৫) রাতে সিংড়ার ডাহিয়া ইউনিয়নের সাতপুকুরিয়া বাজার থেকে ডাহিয়া বাজারগামী পাকা রাস্তার উপর তিসিখালী মাজার এলাকা থেকে এ অস্ত্র উদ্দার করা হয়।
সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহী সূত্রে জানা যায়, র্যাবের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট সাঈদ মাহমুদ সাদানের নেতৃত্বে বুধবার রাতে সিংড়ার ডাহিয়া ইউনিয়নের সাত পুকুরিয়া বাজার থেকে ডাহিয়া বাজারগামী পাকা রাস্তার উপর তিসিখালী মাজার এলাকা থেকে অবৈধভাবে ২টি ওয়ান সুটার ও ৪টি ম্যাগজিন উদ্ধার করে।
কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট সাঈদ মাহমুদ সাদান জানান, পালিয়ে যাওয়া দুবৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সিপিসি-২, র্যাব-৫ এর কার্যক্রম অব্যাহত রয়েছে।