বুধবার | ১২ মার্চ, ২০২৫ | ২৭ ফাল্গুন, ১৪৩১

সিভিল সার্জন হলেন ডা. আব্দুর রাজ্জাক

আনোয়ারা খাতুন শেফালী, নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরের কৃতী ডা. মো. আব্দুর রাজ্জাক সিভিল সার্জন হিসেবে পদোন্নতি পেয়েছেন।
রোববার (২ মার্চ ২০২৫) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলিপূর্বক পদায়ন করা হয়। সোমবার (৩ মার্চ) ডা. মো. আব্দুর রাজ্জাক পদোন্নতির বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ।
প্রজ্ঞাপনে বলা হয়, ডা. মো. আব্দুর রাজ্জাক (১০১২৬৭৩), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাগাতিপাড়া, নাটোরকে নীলফামারীর সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়। বদলি/পদায়নকৃত কর্মকর্তাগণ আগামী ০৯.০৩.২০২৫ তারিখের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ১০.০৩.২০২৫ তারিখে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ্ড) মর্মে গণ্য হবেন।
স্থানীয়দের ভাষ্যমতে, লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে থাকাকালীন তিনি একমাত্র চিকিৎসক হিসেবে দীর্ঘ দিন একাই সকল চিকিৎসা কার্যক্রম চালিয়েছেন। পুঠিয়া ও বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রশাসনিক দায়িত্বকালে চিকিৎসা প্রদানের কারণে ‘মানবিক ডাক্তার’ হিসেবে সাধারণ মানুষের মণিকোঠায় স্থান করে নিয়েছেন।
ডা. মো. আব্দুর রাজ্জাক নাটোরের লালপুরের কাজিপাড়া গ্রামে ১৯৭৭ সালের ১১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। পিতা মরহুম কফিল উদ্দিন ও মাতা মরহুম নিহারা বেগম। স্ত্রী সোহানা ফেরদৌসী। তাঁদের সন্তান জেন আবরার সিদ্দিকী।
তিনি ভেড়ামারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি, রাজশাহী মেডিকেল কলেজ থেকে ২০০২ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
২৭তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে মেডিকেল অফিসার পদে ২০০৮ সালের ১৭ নভেম্বর মেডিকেল অফিসার হিসেবে নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। তিনি আবাসিক মেডিকেল অফিসার থেকে ২০২১ সালের মার্চ মাসে রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। পদোন্নতি পেয়ে ২০২১ সালের ১৫ নভেম্বর নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করে কর্মরত ছিলেন। ২০২৫ সালের ২ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে পদলিপূর্বক নীলফামারীর সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.