বুধবার | ১২ মার্চ, ২০২৫ | ২৭ ফাল্গুন, ১৪৩১

ঈশ্বরদীতে ছাত্রলীগ নেতা গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা:
ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে সুজানগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রবিন হাসান সম্রাট (৩০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। পৌর শহরের পিয়ারপুর মোড় এলাকার জিল্লু কন্ট্রাকটরের বাসা থেকে গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। সে চর সুজানগর এলাকার জনৈক আব্দুল জলিলের পুত্র।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম শহীদ জানান, ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় গত ১৯ আগস্ট থানায় মামলা দায়ের হয়। মামলা নম্বর-১২। এই মামলার তদন্তে সন্দিগ্ধ আসামী ছাত্রলীগ নেতা রবিন হাসান সম্রাটকে রাতে আটক করে পাবনা আদলতে সোপর্দ করা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.